জয় সেন বর্তমানে আই. আই. টি খড়্গপুরের স্থাপত্য ও পরিযোজনা বিভাগের প্রধান (২০১৭-২০২০)। ভারত সরকারের দ্বারা চালিত সায়েন্স অ্যান্ড হেরিটেজ ইনিসিয়েটিভ বা ‘সন্ধি’ নামক মহাপ্রকল্পের প্রধান পরিচালক। স্থাপত্যবিদ্যার ব্যাচেলরস ডিগ্রি আর আঞ্চলিক পরিযোজনার ডক্টরেট ডিগ্রি আই. আই. টি খড়্গপুর থেকেই। কমিউনিটি প্ল্যানিং ও রিজিওনাল প্ল্যানিং বা পরিযোজনা-তে মাস্টার্স ডিগ্রি আমেরিকার আওয়া স্টেট ইউনিভার্সিটি থেকে। ইউনাইটেড নেশান্স-এর ডেভেলপমেন্ট প্রোগ্রাম দ্বারা চালিত ‘অ্যানথ্রপলজি’তে মাইনর অর্জন। কর্মসূত্রে যুক্ত ছিলেন UNDP, DFID ইত্যাদি নানান বিদেশি সংস্থার সঙ্গে। বেশ কয়েকটি পাঠ্যপুস্তকের লেখক। বিশেষ উল্লেখযোগ্য TERI বা দ্য এনার্জি রিসার্চ ইনস্টিটিউট প্রকাশিত ‘SUSTAINABLE URBAN PLANNING’। ছবি আঁকা ও সেতারবাদনে পারদর্শী। প্রথম বই ‘সিন্ধু হতে সায়ন’ (আনন্দ, জানুয়ারি ২০১৮)-র পর তাঁর দ্বিতীয় প্রতিবেদন ‘আলেকজান্দ্রিয়ায় বজ্রপাত’। এই বইটির পাতায় পাতায় আঁকা স্কেচগুলো তাঁরই।







